বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উত্তর রাঙ্গুনিয়ায় বেশি দামে গরুর মাংস বিক্রি দায়ে জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মে, ২০১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় দুই বিক্রেতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । সোমবার (২৭ মে) দুপুরে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান দক্ষিণ রাজান নগর ইউনিয়নের ধামাইরহাটে এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, উপজেলার ধামাইর হাট এলাকায় বেশি দামে গরুর মাংস বিক্রি করার দায়ে মো. নাসির উদ্দিন ও মো. নুরুল ইসলাম নামে দুই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।