রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় আলোকিত বাংলাদেশ এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবধর্না ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

মোঃ এরশাদ, (লোহাগাড়া)

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন
“আলোকিত বাংলাদেশ”
কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল ২৭মে বিকেলে বটতলী অালোরঘাট রোডস্থ সিঙ্গার শো’রুমের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

“আলোকিত বাংলাদেশ”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুর মোহাম্মদের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লোহাগাড়া-সাতকানিয়ার নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট নারীনেত্রী সাংসদ নদভী’র সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,

ডা: শফিউল্লাহ নোমানের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন,
লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ,
লোহাগাড়া নিউজ২৪.কম’র সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক,
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সরওয়ার কামাল,
হাজ্বী শামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার চৌধুরী,
বিশিষ্ট লেখক ও শিক্ষক মোঃ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন,
যারা ভাল রেজাল্ট করেছেন সবার জন্য শুভ কামনা, তোমরাই ভাল মেধার মাধ্যমে নিজেকে তৈরী করে আলোর মশাল নিয়ে এগিয়ে যাবে এবং বড় হয়ে দেশকে আলোকিত করবে।
ভাল কাজ করে অালোকিত লোহাগাড়া করতে তোমাদের কাছে প্রত্যাশা করছি।

উপস্থিত মোট ১৫০ জন A+প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেষ্ট এবং প্রত্যায়ন পত্র প্রদান করা হয় এবং প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরীর পক্ষ থেকে প্রতিজনকে ৫’শ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়েছে।