শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় ধলঘাটে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে ড. জুলকারাইনের শ্রদ্বা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চেয়ারম্যান, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন ড. জুলকারনাইন চৌধুরী।

উপজেলার ধলঘাটে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে গতকাল শনিবার দুপুরে ড. জুলকারনাইনের পক্ষ উপস্থিত থেকে শ্রদ্বার্ঘ অর্পণ করেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক, সহসভাপতি মো: ইউছুফ খান, ফাউন্ডেশন অর্থ সচিব নজরুল ইসলাম,দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শাহেদ, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা, আতিক, জিকু, নয়ন, সাজ্জাত, জুয়েল।

এ সময় তারা ড. জুলকারনাইনের পক্ষ থেকে শ্রদ্বা নিবেদন করে বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শাহীদ বীর কন্যা প্রীতিলতা নিজের জীবন উৎসর্গ করে বৃটিশ শোষনের বিরুদ্বে নীরহ নির্যাতিত মুক্তিকামী মানুষ জাগ্রত করেছিলেন। তার অবদান যুগেযুগে অবিস্মরনীয় হয়ে থাকবে।