বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা বাসাবে উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

আনোয়ারা প্রতিনিধি:আনোয়ারা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদর সভাপতিত্বে

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,মাদকদ্রব্য বিক্রয়,সেবন,ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় আনোয়ারা উপজেলা আআওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ মির্জা মাে. হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,বরুমছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা শামসুল আলম, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী,বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিন,পরৈকৌড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুলসহ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা উদযাপনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা বাসাবে উপজেলা প্রশাসন।
সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে সভা থেকে দিক নির্দেশনা দেওয়া হয়।