বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়া প্রেস ক্লাবে সাহিত্য বিশারদ ও বীরকন্যা প্রীতিলতার স্মরঁনানুষ্টানে বক্তারা দুই জগতে দুই কীর্তিমানের অবদান বিশ্বব্যাপী আমাদের পটিয়াকে গৌরবান্বিত করেছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ অক্টোবর, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক ;পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে বাংলা সাহিত্যের অমর গবেষক মন্সি আবদুল করিম সাহিত্য বিশিরদের ৬৯ তম মৃত্যু বার্ষিকী ও বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের

৯০ তম জন্ম বার্ষিকীতে গভীর শ্রদ্বায় স্মরণ করা হয়েছে । প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত স্মারক আলোচনার উদ্বোধক ছিলেন প্রফেসর আবদুল আলীম প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল। আলোচনায় অংশ নেন সাহিত্য বিশারদেস্মৃতি সংসদ প্রতিষ্টাতা মুহাম্মদ ছৈয়দ, প্রীতিলতা ট্রাষ্ট সভাপতি পংকজ চক্রবত্তী পটিয়ার ইতিহাস ঐতিহ্যের লেখক এসএমএকে জাহাংগীর, প্যানেল মেয়র রুপক সেন, ,চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর কোষাধ্যক্ষ ইনসানা নাসরিন ডেইজি আবদুল মতিন গোলাম মোহাম্দদ, সমাজ সেবক নজরুল ইসলাম প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, পিডিবি শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু সেলিম চৌধুরী বিকাশ চৌধুরী শফিউল আজম কামরুল ইসলাম, সুজিত দত্ত, মহি উদ্দিন চৌধুরী, ওবাইদুল হক পিবলু, এস এম জুয়েল প্রমুখ। । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ সভাপতি এটিএম তোহা।

 


এতে স্বাধীন স্বদেশ গড়ায়প্রীতিলতা ও বাংলা সাহিত্যের পূর্ণতায় আবদুলকরিম সাহিত্য বিশারদের অবদানকে শ্রদ্বার সাথে স্মরণ করে বলা হয় তারা স্ব স্ব ক্ষেত্রে দেশ ও সমাজের জন্য গৌরবময় অবদান রেখেছেন। যা যুগে যুগে পটি্যাবাসীকে মর্যাদার আসনে অভিষিক্ত করছে। বিশ্বে মুক্তিকামী মানুষের
কথা আসলেই প্রীতিলতার নাম সমুজ্বল হয়ে ভেসে উঠে। অপর দিকে সাহিত্যের কথা আসলে মনসি আবদুল করিম সাহিত্য বিশারদের নাম সমহিমায় ভাস্বর হয়ে উঠে। কারণ তিনি হাজার বছরের লুপ্ত পুথি সাহিত্য পুনরুদ্বার ও সম্পাদনা করে বাংলার সাহিত্য ভান্ডারকে পূর্ণতা দিয়েছিলেন।
আর প্রীতিলতা বৃটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে বৃটিশ শাসন শোষন থেকে স্বাধীন স্বদেশ গড়ায় ব্রতী ছিলেন।তাই বিশ্বব্যাপী তার অবদান মুক্তিকামী মানুষের অনুপ্রেরনা উৎস হয়ে আছে। সবাই উপস্থিত নের্তৃবুন্ধ পটিয়া প্রেস ক্লাবের
আয়োজনকে ধন্যবাদ জানান।পাশাপাশি ভবিষৎ প্রজন্মকে ত্যাগের মানষিকতা্য গড়ে তুলতে এ ধরনের আরো শিক্ষা মূলক অনুষ্টান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।