বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের উদ্যােগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ অক্টোবর, ২০২২

 

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ৯ই রবিউল আউয়াল বৃহস্পতিবার বাদে আসর হযরত আবুল খায়ের সুলতানপুরী রা. এসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত জুলুসে হাজারো নবী প্রেমিক ও আহলে বায়েত (সাঃ) প্রেমিক অংশগ্রহণ করে।

সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ইমামে তরিকত আওলাদে রাসূল সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী (মঃজিঃআ) উপস্থিতিতে পটিয়া উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে ইসলামী ভাবগাম্ভীর্যের মাধমে পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে সাতগাছিয়া দরবার শরীফের মাঠপ্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়।

পরে বাদে মাগরিব দরবারের শাহী ময়দানে মাহফিল অনুষ্ঠিত হয়, এতে ছদারত করেন অত্র দরবারের ইমাম আওলাদে রাসূল সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক সুলতানপুরী (মাঃজিঃআ), অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইমুন চৌধুরী ও ইফতেকারুল ইসলাম রায়হান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হযরত মীর জসীম উদ্দিন (সাজ্জাদানশীন – রাহে ভান্ডার শরীফ), হযরত এম এ মনসুর – ( সাহেবজাদা, হযরত শেখ তফাজ্জল আলী শাহ (রা.), হযরত সৈয়দ মোহাম্মদ হামিদ হাসান ফাহিম (সাজ্জাদানশীন – বড়লিয়া দরবার শরীফ), হযরত মোহাম্মদ রাসীম ( সাজ্জাদানশীন – দেলওয়ার হোসেন রাহে ভান্ডার দরবার শরীফ, বোয়ালখালী ), হযরত মোহাম্মদ মফিজ উদ্দিন (সাজ্জাদানশীন – বরকল বদি ভান্ডার দরবার শরীফ) হযরত আসহাব উদ্দিন ( সাজ্জাদানশীন – বোয়ালখালী রহমানীয়া দরবার শরীফ), জনাব মৌলানা সেহাব উদ্দিন আল কাদেরী ( খতীব – বায়তুল মামুর জামে মসজিদ), জনাব হামিদ হাসান (আরবী প্রভাষক – হাঈদগাও মোজাহেরুল ইসলাম আলীম মাদ্রাসা ) জনাব মোসলেহ উদ্দিন সিরাজী, উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উপদেষ্ঠা পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সোহেল,অর্থ সম্পাদক আব্দুল মান্নান গণি মেম্বার,WMK ট্রাস্ট এর সভাপতি মোহাম্মদ পারওয়ার হাবীব।

আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহবায়ক মোস্তাক আহমেদ, সচিব আবু বক্কর সহ-সভাপতি হান্নান হোসেন সাদ্দাম, তারেক রহমান, রাশেদুল ইসলাম, বেলাল উদ্দিন, মাসুদুর ইসলাম,আরমান উদ্দিন প্রমুখ।

মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি,কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী (মাঃজিঃআ)।