বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় প্রবারনা উৎসবে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ- সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ অক্টোবর, ২০২২

 

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রীতি রয়েছে। যা যুগযুগ ধরে ঠিকে আছে। মাঝেমধ্যে কিছু উগ্রপন্থী লোক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অরাজগতা সৃষ্টি করার পায়তারা করে। তাদের থেকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন।

রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে পটিয়া নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়ার ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ এ কথা বলেন৷

এর আগে এক আলোচনা সভা লঙ্কারামের অধ্যক্ষ বৌধিমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের মুখপাত্র ইউছুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রনেতা আবদুল কাদের, জয়নাল আবেদীন ফরহাদ, মোঃ জামাল।

আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শাড়ী বিতরন করেন। পরে ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ ফানুশ উড়িয়ে প্রবারনা দিবসটি সুচনা করেন। তাছাড়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি বিতরন করেন।