বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় বিদ্যুৎ শ্রমিক লীগের প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ অক্টোবর, ২০২২

 

নিজস্ব প্রতিবেদকঃ পটিয়ায় গতকাল বিদ্যুত বিতরণ বিভাগ সিবিএ কার্যালয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন
করা হয়েছে। বিদ্যুৎ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুর সভাপতিত্বে ইউসুপ নবী টিপুর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব বাবুল। প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন পিডিবিতে হুইপের উন্নয়ন
সমন্বয়কারী মোঃ নাছির উদ্দিন বোয়ালখালী ইকবাল হোসেন তালুকদার বক্তব্য রাখেন নুরুল আলম, পিন্টু কুমার চৌধুরী আবদুল মান্নান, কাজল চৌধুরী প্রমুখ। এতে প্রধান অতিথি পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, মালিক পক্ষের কাছে বহু বছর ধরে সাধারণ শ্রমিকরা অবহেলিত ছিল। শেখ
হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শ্রমনীতি
প্রণয়নের মাধ্যমে সব ক্ষেত্রে শ্রমিকদের নায্য
দাবি ও অধিকার প্রতিষ্টা করা হয়। তিনি শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে সব
শ্রমিকদেরকে একযোগে কাজ করার আহবান জানান। প্রধান বক্তা নুরুল হাকিম বলেন, শ্রমিকরাএদেশের উন্নয়ন সমৃদ্বির প্রতিক।বঙ্গবন্ধু
শ্রমিকদের অধিকারের বিষয়ে কখনো কারো সাথে আপস করেননি। আজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন। পরে কেক কেটে প্রতিষ্টাবাষিকী উদযাপন
করা হয়।