বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই, সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

 

মো. নুরুল আলম, চন্দনাইশ:

চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মোঃ আরিফুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গত সোমবার রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঞ্চননগর আব্বাস পাড়া এলাকার জাহাঁগিরিয়া খানকা শরীফের সামনে মুদির দোকানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দোকানটি ইন্সুরেন্স থাকার কারণে চন্দনাইশ থানায় সাধারণ ডাইরি করেছে দোকানদার মোঃ আরিফুর রহমান।

ক্ষতিগ্রস্ত মুদির দোকানদার মোঃ আরিফুর রহমান কাঞ্চননগর আব্বাস পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় মোঃ আরিফুর রহমানের অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তৌহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আরিফের মুদির দোকানে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন সরকারি জরুরি হেল্পলাইন ৯৯৯ এ নাম্বারে মাধ্যমে চন্দনাইশ ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিস আসার আগে আগুন ছড়িয়ে পড়ে দোকানে মুহূর্তেই সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও পুড়ে ছাই হয়ে যায় দোকান।

স্থানীয় কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, আমি ঘটনা স্থান পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।