শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত- দীঘিনালা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

 

খাগড়াছড়ি, দীঘিনালা:

দীঘিনালা উপজেলা জাতীয় নিরাপদ সড়ক দিবস ও বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে দীঘিনালা উপজেলায়।

শনিবার (২২ অক্টোবর), ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম এই জাতীয় নিরাপদ সড়ক দিবস ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত করেছেন।

উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম। আরো উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

এই সড়ক নিরাপদ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত আলমের আলোচনা সভায় বক্তব্য জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২২ উদযাপন দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

সাজেক ভ্রমণরত যাত্রী, চালক, পর্যটকদের মধ্যে সচেতনতা কার্যক্রম মোবাইল কোর্ট- সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ জন চালককে ৪২০০ টাকা জরিমানা করা হয়। সাজেকে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তায় এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে মোবাইল কোর্ট চলমান থাকবে। এছাড়া উপজেলা প্রশাসন, দীঘিনালা এর পক্ষ থেকে চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যহত থাকবে।