আজ ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় সুচক্রদন্ডী হাউজিং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
সোসাইটির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল, প্রধান আলোচক ছিলেন মৌলানা হাফেজ ক্বারী আলমগীর হোসাইন জালালী, তকরির করেন মৌলানা জসিম উদ্দিন ছিদ্দিকী, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, মাহফিল কমিটির আহবায়ক আহ্বায়ক আলি আজগর, যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান সবুজ, হাবিবুর রহমান সুমন, এড. মাইনুল ইসলাম সুমনসহ অনেকে।
এতে বক্তারা বলেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) মহান আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরুপ প্রেরিত হয়েছিলেন। তাই হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসুলল্লাহ (সাঃ) এর দেখানো পথেই কল্যান ও মুক্তির দিক নির্দেশনা রয়েছে। তারা তা অনুস্মরণ ও অনুকরণের মাধ্যমে সকলে মুমিন হওযার আহবান জানান।
পরে এতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যান উন্নতি ও সমৃদ্বির জন্য আখেরীে মোনাজাত পরিচালনা করা হয়।