আজ ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
“নিশ্চয় রাসূল (সাঃ) এর জীবনেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ” এই বিষয়কে সামনে রেখে লোহাগাড়া ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সীরাতুন্নবী (সঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ভূইঁয়া’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমেদ সাহেব।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হাফিজুল হক নিজামী। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সম্মানিত রেক্টর জনাব মাহমুদুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনজুরুল হক চৌধুরী প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ আনাসুর রহমান আনাস। পরে বিভিন্ন শ্রেণির ছাত্র ছাত্রীরা নাতে রাসুল, হামনাত করেন এবং রাসুল (স) এর জীবন আর্দশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
বক্তারা বলেন, প্রত্যেক মুসলমানদের হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শ অনুসরণ করা উচিত। এমনকি প্রত্যেক বিদ্যালয়ে এই ধরনের সীরত মাহাফিল আয়োজন করা খুবই ভালো উদ্যোগ বলে মনে করেন বক্তারা।
এক পর্যায়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের পছন্দ মত কাজগুলো করতে থাকুন তোমরা তাহলে দেখবে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তোমাদের কাজকে সহজ করে দিয়েছে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।