আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে চট্টগ্রাম লোহাগাড়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্টানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা, ২য় স্থান অর্জন করে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এর সভাপতিত্বে সভায় সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কি-নোট উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,প্রচার সম্পাদক দিদারুল আলম ,মাস্টার দেবাশীষ আচার্য্য ও ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দীন সহ উপজেলার বিজ্ঞান বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।