আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতি সন্তান ও নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।
৪ নভেম্বর (শুক্রবার) সংগঠনটির ইউএসএ শাখার সভাপতি ডক্টর মোঃ রাব্বী আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন ও প্রেস ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীন এ কমিটি অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটির সভাপতি জুলকারনাইন চৌধুরী জীবন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসচ্ছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
তিনি জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে তিনি ছাত্রজীবন থেকে শুরু করে রাজনীতি সাথে সম্পৃক্ত। বর্তমানে পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যাগে অসহায় মানুষের কল্যানে কাজ করছেন।