আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ১হাজার ৪`শত ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
বুধবার (১৬ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্বদেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরম্বা, পুটিবিলা সহ বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ১হাজার ৪০০ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করেছি।
এ ব্যাপারে বন মামলা নং ১২/পদু অব ২০২২-২৩, ১৩/পদু অব ২০২২-২৩, ১৪/পদু অব ২০২২-২৩ এবং ১৫/পদু অব ২০২২-২৩ রুজু করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।
অভিযানকালে ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।