আজ ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের রোগমুক্তি কামনায় উপজেলার আধুনগর স্পোটিং ক্লাবের আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বাদে আছর আধুনগর স্টেশনস্থ আল আমিন তাহফিজুল কোরআন একাডেমীর হল রুমে কোরআনের পাখিদের সাথে নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আধুনগর ইউপির চেয়ারম্যান ও আধুনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
আলহাজ্ব মুুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের ভাগীনা, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন, আধুনগর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মাওলানা ওসমান গণি, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুুহাম্মদ রিদুয়ানুল হক রুবেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহাম্মদ বেলাল, যুবলীগ নেতা মুহাম্মদ কামরুল ইসলাম নয়নসহ অন্যানারা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন, তাহফিজুল কোরআন একাডেমির তত্বাবধায়ক হাফেজ মাওলানা জহির উদ্দিন।