আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাহেদ মালিক স্বপন এমপির ওমান আগমন উপলক্ষে ওমান প্রবাসী বঙ্গবন্ধু নীতি আদর্শের বিশ্বাসী সকলকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা এবং সমাজসেবী ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহাবুদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় অংশ নেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ,যুবলীগের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সমিতি, নোয়াখালী উইংস, এনআরবি সি আই পি এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বয়ং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাসকাটের মান্যবর রাষ্ট্রদূত জনাব নাজমুল ইসলাম।
জনাব এ আর সবুজ শিকদার এবং মোঃ রোকন উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্বজনাব আব্দুল ওয়াদুদ, নুরুল আমিন, ইউনুস হোসাইন, ইয়াকুব ইউনুস, ইফতেখারুল হাসান চৌধুরী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন, আলহাজ্ব শাহাবুদ্দিন, ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন চৌধুরী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হক, মান্যবর রাষ্ট্রদূত মহোদয়, মন্ত্রী মহোদয় স্বয়ং। সভাপতি সবাইকে ধন্যবাদ ও নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সম্বর্ধনা সভায় যোগদান করেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন সাহেব।
অনুষ্ঠানে মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেছেন আলহাজ্ব মোঃ নোমান বীর মুক্তিযোদ্ধা।
মন্ত্রী মহোদয় কে উপহার প্রদান করেন বঙ্গবন্ধুর নীতি আদর্শে বিশ্বাসী কর্মীরা।
মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন কমিটির নেতৃবৃন্দরা।