বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে জিপিএ পেয়েছে ৯ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

সাকিব আলম মামুন,লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃরাঙামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসিতে অংশ নেওয়া ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অত্র বিদ্যালয়ে মোট পাশের হার ৮৮.১৯ ভাগ এবং মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম জানান, এ বছর এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। এজন্য তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গগত যে, উপজেলায় জিপিএ-৫ এ সর্বোচ্চ ও একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়।