আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”- স্লোগানকে সামনে রেখে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় লংগদু ক্রিকেট একাদশ এর আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মোঃ রিয়াদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর উপস্থিতিতে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ যে, উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১৫টি দল অংশগ্রহণ করেছে।