আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশকে মুচলেকা দিয়েছে নাসির নামে এক যুবক। গত মঙ্গলবার রাতে আনোয়ারা থানায় এই মুচলেকা নেয়া হয়। আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেউ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকলেই তাকে প্রয়োজনে আইনের আওতায় নেয়া হবে।
সূত্রে প্রকাশ, আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা ইমরান খান নামে জনৈক ব্যক্তি বৈরাগ এলাকার সিইউএফএল সড়কের পাশে সেমি পাকা ঘর করেন। ওই ঘর দেখাশোনা করার জন্য স্থানীয় নাসির নামে এক যুবককে দায়িত্ব দেয়া হয়। নাসির জনৈকা মহিলাকে ঘর ভাড়া দেয়।
অভিযোগ উঠে, নাসিরের ছত্রছায়ায় ওই মহিলা ভাড়া ঘরে দেহ ব্যবসা, মাদক সেবন ও ব্যবসা করছে।
স্থানীয়দের অভিযোগে, ঘরের মালিক ইমরান ওই মহিলাকে ঘর থেকে তাড়িয়ে দিলে নাসির নামে ব্যক্তিটি ক্ষিপ্ত হয়ে উঠে। ঘরের মালিককে হুমকি দিলে ইমরান বাধ্য হয়ে আনোয়ারা থানায় গত ৫ ডিসেম্বর লিখিত অভিযোগ করে। পুলিশ লিখিত অভিযোগের তড়িৎ ব্যবস্থা নেয়।
গত মঙ্গলবার রাতেই থানায় নাসির থেকে অসামাজিক কার্যকলাপ না করার অঙ্গীকারনামা ও মুচলেকা নিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানায়, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে না বলে নাসির থানায় অঙ্গীকারনামা দিয়েছে। অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।