আজ ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নুরুল আমিন,চট্টগ্রাম প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” মহান বিজয় দিবস ও প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের (২৮-তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া উৎসবের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী ১৭ই ডিসেম্বর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ খিতামুল্লাহ পাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
গাজী শেফায়াত উল্লাহ’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। বক্তব্যে আবদুল আলীম বলেন, বর্তমান যুবসমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে বাঁচাতে এবং সামনের দিকে এগিয়ে নিতে খেলার কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাই রাইজিং স্টার ক্লাবের সদস্যদের প্রতি আপনারা একটি ক্লাবের মাধ্যমে সমাজে বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে যাচ্ছেন। এসময় তিনি উক্ত ক্লাবের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকতাই ট্রেন্ট এন্ড ফ্রেন্ডস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ক্লাবের উপদেষ্টা আনোয়ারুল হক এবিএম, খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব সফি (সও), সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, কার্যকরী সদস্য আনোয়ারুল হক এবিএম,জসিম উদ্দিন, প্রবাসী দেলোয়ার, প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আবিদ, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এহেসান হাবিব, স্থায়ী কমিটির সদস্য এরশাদুল হক, লোকমান হাকিম, সাবেক সভাপতি এম আই সাইফুল, সাবেক সভাপতি হাসান শোয়েব,দেলোয়ার, নবী হোসেন, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিম উদ্দিন,সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, উৎসব কমিটির আহবায়ক নুরুন নবী জনি,সাবেক সাধারণ সম্পাদক নুরুন নবী সুইট,আবু হানিফ ছায়েম,প্রবাসী দেলোয়ার, মিজানুর রহমান, ইমরান, নাহিদ, জাহাংগীর,সানি,বেলাল,তারেক, ইউনুস সহ প্রমুখ।
উক্ত ক্রিকেট ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইয়াজ কিংস ও রানারআপ সুইটস ভাই কিংস। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সুইটস ভাই কিংসের অল রাউন্ডার রিয়াদ।