আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি:
মক্কা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শফিউল আলম মনিরের সভাপতিত্বে, কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাকির আলম জিকু।
মোঃ হাসান জসিম ও ইব্রাহিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, মক্কা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর, মক্কা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।
সংবর্ধনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কে ফুলের শুভেচ্ছা জানান মক্কা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা। এই সময় মক্কা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।