বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরন অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃপটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ৫ম বারের মত নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষাদের ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন- চেয়ারম্যান মাহবুবুল হক, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলাইমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ভুমিকা রাখতে হবে। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চালু করে দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এসব উন্নয়নের কারনে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে।

আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারীদের মাঝে সাটিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।