বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় আজ এস আলম গ্রুপের সহায়তায় প্রতিষ্ঠিত দৃষ্টি নন্দন বায়তুশ শরফ দাখিল মাদরাসার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

আবদুল হাকিম রানা,ঃ পটিয়ার প্রাণকেন্দ্রের ইন্দ্রপোল এলাকায় বায়তুশ শরফ আন্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর পরিচালনা ও তত্ত্বাবধানে এস আলম গ্রুপের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসা, বায়তুশ শরফ শাহ আখতারিয়া হেফজখানা ও বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন এতিমখানা ইসলমী শিক্ষার প্রচার ও প্রসারে নব দিগন্ত সূচিত করতে যাচ্ছে।

আজ ৩১ ডিসেম্বর ২০২২ ইং শনিবার বিকেল ৩ টায়
পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে নির্মিত এ মাদরাসার
৬তলা বিশিষ্ট নব নির্মিত দৃষ্টিনন্দন ভবন ও ২০২৩ সালের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। সভাপতিত্ব করবেন বায়তুশ শরফের পীর রাহবারে
বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল
হাই নদভী( ম.জি.আ.)।স্বাগত বক্তব্য রাখবেন আন্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের মহা সচিব
,মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া।বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা চেয়ারম্যান
মোতাহেরুল ইসলাম চৌধুরী,পৌর মেয়র আইয়ুব বাবুল , উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন,
এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম
খোরশেদ, সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম
ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মাজেদা
বেগম শীরু সহকারী পুলিশ সুপার তারিক রহমান
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত মজুমদার, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এতে উপস্থিত থাকবেন। মাদরাসার সহ সুপার সরওয়ার উদ্দিন রাশেদী জানান ইতোমধ্যে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন
হয়েছে। আমরা আধুনিক মাদরাসা শিক্ষার সাথে
সামঞ্জস্য রেখে পাঠ দান পদ্ধতি প্রতিপালনে অংগিকারাবদ্ব। তিনি আগ্রহী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরকে অফিস সময়ে যোগাযোগ করে
বিস্তারিত জেনে নেওয়ার আহবান জানান।
পটিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত মজুমদার
জানান, আমার জানা মতে এ শিক্ষা প্রতিষ্টানটি বেশ
দৃষ্টি নন্দন। শিক্ষার্থী অভিভাবক ও পরিচালনা কমিটি
এক সাথে কাজ করলে এ টি পটিয়ায মডেল শিক্ষা প্রতিষ্টানে পরিণত হবে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব
ইদ্রিস মিয়া জানান। আমাদের বড় হুজুরের স্বপ্ন
ছিল পটিয়ায় একটি বাযতুশ মাদরাসা ও দাতব্য
চিকিৎসালয় ও সমাজসেবার জন্য মানবিক কেন্দ্র
প্রতিষ্টিত হবে।
পটিয়ার সন্তান দেশের স্বনামধন্য বেকার বন্ধু, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইফুল আলম মাসুদের ঐকান্তিক সহযোগিতায় আজ তা
আলোর পথে। তিনি এ শিক্ষা ও মানবিক কমপ্লেক্স এবং মাদরাসা ভবন নির্মানে ১০ কোটি টাকা বরাদ্ব দিয়ে ছিলেন। আমরা তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে চলেছি। বর্তমানে কমপ্লেক্স এর ভিতরে দৃষ্টি নন্দন ভবন, ও আনুষাঙ্গিক সব সুযোগ সুবিধা
নিশ্চিত করা হয়েছে। ছাত্র ছাত্রী ও ভর্তির কার্যক্রম
ও সম্পন্ন হয়েছে। আজ থেকে পাঠদান কাযক্রম
উদ্বোধন হয়ে গেলে আমরা হাসপাতাল নির্মাণ করার কাজ শুরু করবো। তিনি এ প্রতিষ্টানের পাঠ দানের
ক্ষেত্রে গুনগত মান বজায় রাখতে দক্ষ শিক্ষক নিয়োগ সহ সব কিছুর প্রতি বিশেষ যত্মবান ছিলেন
বলে তথ্য দিয়ে বলেন, আমরা সবাই আন্তরিক ভাবে
কাজ করে এ প্রতিষ্ঠান কে দেশের সেরা প্রতিষ্ঠানে
পরিণত করবো। এজন্য তিনি সকলের সহযোগিতা
কামনা করেন।