আজ ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
নুরুল আমিন,চট্টগ্রাম প্রতিনিধি:
নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি রোববার বিকেল ৩টায় চরতী দুরদুরী উচ্চ বিদ্যালয় ও চরতী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বই উৎসব ২০২৩ শিক্ষার্থীদের বই বিতরণের মাধ্যমে বই উৎসব উদ্ধোধন করেন উদ্ধোধক চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম।
দুরদুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুজিত চৌধুরীর সভাপতিত্বে ও চরতী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মল্লিকের সন্ঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন দুরদুরী উচ্চ বিদ্যালয় ও চরতী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, বিশেষ অতিথি মাল পুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাষ্টার আবু তাহের, সাংবাদিক নুরুল আমিন, চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সোনাকানিয়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসাইন, সিনিয়র শিক্ষক বাবু অরুণ কান্তি মল্লিক, মুহিবুর রহমান ফরহাদ, দীপক দাশ প্রমুখ।
বই বিতরণকালে বক্তরা বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। তোমাদের লেখাপড়ার মাধ্যমে সামনের এগিয়ে যেতে হবে, তোমাদের নিয়ে মা/বাবা অনেক স্বপ্ন দেখে এবং তোমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে আমরা এটাই প্রত্যাশা করি।