বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আনোয়ারায় আগুনে পুড়লো ৬ বসতঘর

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৪ জানুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে তাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাকিব নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত দুইটার দিকে পরৈকোড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ড তাতুয়া গ্রামের কালামিয়ার বাড়ির মোঃ ফোরকানের বসতঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ৪টি বসতঘরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে করে ৬ টি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে যায়। আগুন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণে এলোও ভোর রাত চারটার দিকে আবার আগুনের শিকা থেকে আগুন জ্বলতে শুরু করলে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ফোরকান, আবুল কালাম বাঁচা, আবু সিদ্দিক, আবুল বশর, মুসলেম উদ্দীন, এখলাস মিয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও জামাল, নাসির উদ্দিন, বাবুল হক, নাজিম উদ্দিন, হাসেম এর বসতঘরের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে নগদ টাকা সহ ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার কামরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আনোয়ারা অফিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।