আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রেসবিজ্ঞপ্তিত যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ৫ম পুরুষ পূজ্যপাদ শ্রীঅবিনেন্দ্র নাথ চক্রবর্তী অবিন দাদার ২৩ তম শুভ জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ ৫ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সৎসঙ্গ উপাসনা কেন্দ্র-পটিয়া তে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক ও সেবামুলক কার্যক্রমের মর্ধ্যে বিশেষ কর্মসূচি ছিল প্রার্থণা, সৎসঙ্গ ও দরিদ্র – মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রসাদ ও চকলেট বিতরন।
অনুষ্টানে – শিশুর প্রতি যাঁর প্রগাঢ় ভালোবাসার অভিব্যক্তি বিদ্যমান শ্রীঅবিনেন্দ্রনাথ চক্রবর্তী অবিন দাদার শুভ জন্মদিনে তাঁর লীলা জীবন নিয়ে আলোচনায় অংশ নেন সৎসঙ্গ উপাসনা কেন্দ্র -পটিয়া’র সহপ্রতি ঋত্বিক চন্দন ভট্টাচার্য, সহপ্রতি ঋত্বিক সুজন কান্তি মহাজন, প্রকৌশলী রাহুল নন্দী, সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস, কৃযি অফিসার নির্মলেন্দু ধর, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আব্দুর রাজ্জাক, রাম শেখর দাশ, সঞ্জয় দত্ত, নিলয় সেন সহ সৎসঙ্গ উপাসনা কেন্দ্র-পটিয়া’র কর্মীবৃন্দ।
সভায় আলোচকবৃন্দ বলেন যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের রেতধারা ৫ম পুরুষ শ্রীঅবিনেন্দ্রনাথ চক্রবর্তী অবিন দাদার মানুষের প্রতি নিগুঢ় ভালোবাসা, প্রেম ও সেবাপ্রীতি লীলা এক বিষ্ময়কর, তাঁরমর্ধ্যে শ্রীশ্রীঠাকুরের দিব্য জীবন ও লীলা বহমান। শিশুর প্রতি তাঁর প্রীতি ভালবাসা এবং শ্রীশ্রীঠাকুরের বাঁচা বাঁড়ার মর্ম ছড়িয়ে দিতে নিত্য লীলা তিনি করে চলেছেন এই ধরণীতে।
আলোচনা পর্বউত্তোর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন আলোচকবৃন্দ এবং শিক্ষার্থীসহ সকলের মাঝে চকলেট বিতরন করেন।