রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দক্ষিণ রাউজান গীতা কমিটির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০১৯

শ্রীমদ্ভগবত গীতা একটি ৭০০ শ্লোকের হিন্দু ধর্ম গ্রন্থ। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারত’ এর একটি অংশ । যদিও গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক উপনিষদের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী মনে করেন। হিন্দু ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী।গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং। তাই গীতাকে বলা হয় হিন্দু ধর্মের একটি সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার একটি ব্যবহারিক পথনির্দেশিকা।তাই গীতার মহিমাকে ছড়িয়ে দিতে গত ৩১ শে মে শুক্রবার সকালে দক্ষিণ রাউজান গীতা শিক্ষা কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা পরীক্ষা ২০১৯ ঐতিহ্যবাহী নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাউজানের ৭টি ইউনিয়নের মোট ৩৫ টি গীতা স্কুল থেকে প্রায়ই ৭০০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। কমিটির সভাপতি জে,কে শর্ম্মা,সাধারণ সম্পাদক রাখাশ সরকার,উপ কমিটির আহ্বায়ক শেখর ঘোষ,সদস্য সচিব কৃষ্ণা মহাজন,কেন্দ্র সচিব নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জানে আলম এর তত্ত্বাবধানে সুশৃংখলভাবে বার্ষিক গীতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার দাস মিন্ঠু, রাউজান পূজা উদযাপন দক্ষিণের সভাপতি প্রকাশ শীল, বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কান্তি বিশ্বাস,রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাস, প্রকৌশলী সঞ্জিত বৈদ্য পিন্টু,সুপন বিশ্বাস, পিন্টু বিশ্বাস,অজিত বিশ্বাস,শ্যামল বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস,রুবেল বৈদ্য,রবীন্দ্র লাল সরকার সহ বিভিন্ন ইউনিয়নের গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ।।