বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লংগদুতে অবৈধ মাটি কাটা বন্ধ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাহাড়ি জমির মাটি কাটা বন্ধ করে দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যাচরের শিবারেগা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ জয়নাল ও মানিক যৌথভাবে এ অবৈধ মাটি কাটা পরিচালনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম এর নির্দেশনায় ও চাইল্যাতলী ক্যাম্প কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে এসে ড্রেজার মেশিনে মাটি কাটা বন্ধ করে। জিজ্ঞাসাবাদে মালিক পক্ষ প্রশাসনিক অনুমতি পত্র দেখাতে ব্যর্থ হয়।

এসময় স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম, দফাদার সিরাজুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরবর্তী প্রশাসনিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাটি কাটার নিষেধাজ্ঞা দিয়েছে এবং ব্যতিরেকে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজিবি জোন।

এবিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, সরকারি আদেশ বা প্রশাসনিক অনুমতি ব্যতীত পাহাড় বা জমির মাটি কাটা সম্পূর্ণ অপরাধ। অবৈধ ভাবে পাহার ও মাটি কাটার ফলে চাষাবাদে ও ফসলি জমিতে সমস্যা হয়, নদী ভরাট সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সৃষ্টি হয়। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।