শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়ায় রিকশা চালক ইউছুফ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

সাতকানিয়া প্রতিনিধি:

সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ক্ষুর্দ্দ কেঁউচিয়া খন্দকার খীল আশ্রয়ণ প্রকল্প এলাকায় একদল কিশোর গ্যাং-এর হাতে নির্মমভাবে খুন হয়েছিল রিকশা চালক মুহাম্মদ ইউছুফ।

ঘটনার চারদিন পরও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই এ ঘটনায় জড়িত কিশোর গ্যাং নেতা শওকত সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকার শতশত জনতা।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব ক্ষুর্দ্দ কেঁউচিয়া খন্দকার খীল আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মাওলানা নুরুল হক, সবুজ সওদাগর, বহদ্দার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সরওয়ার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, ঠাকুরদীঘি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ, বুলবুল সিকদার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হানিফুল ইসলাম রুবেল, মুহাম্মদ ইউছুফ, বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম, গোলাম কবির,হাজি নুরুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিকশা চালক ইউসুছকে হত্যার ঘটনায় জড়িত কিশোর গ্যাং নেতা শওকত সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এলাকার কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।