আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি:
হজ্ব ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে মক্কাস্থ বাংলাদেশ হজ্ব মিশনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্মপ্রতিমন্ত্রী, মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়ের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মক্কা আওয়ামী কমিউনিটির, মক্কা আওয়ামী ফাউন্ডেশন, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ আরো অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলাপ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হজ্ব মিশনের মান্যবর হজ্ব কাউন্সিলার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং হজ্ব এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
পরিশেষে মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী এবারো বাংলাদেশ সরকারের নিপুণ তদারকির মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে হাজ্বীরা হজ্ব আদায় করতে পারবে বলে আশ্বস্ত করেন এবং মক্কা আওয়ামী বিভিন্ন সংগঠনের সার্বিক সহযোগিতা আশা করেছেন।