আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা বলে উল্লেখ করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম।
১৪ই (জানুয়ারি) শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারপুল/কালামিয়া পাড়া উত্তর আমিরাবাদ-ছোট বারোদোনা শাহ্ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানা সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান।
শীতবস্ত্র বিতরণকালে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সাবেক চেয়ারম্যান মাষ্টার আবু তাহের, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আবছার উদ্দিন কোম্পানি,গোলাম ফেরদৌস রুবেল,ইউপি সদস্য আয়ুব জমিদার, মহিউদ্দিন, ইউপি সদস্যা মনোয়ারা মিনু,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোসাইন, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, ফারুক সহ সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।