আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতীতে ফরহাদ একাডেমী কর্তৃক ১ম বারের মত আয়োজিত রাত্রিকালীন শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দক্ষিণ চরতী সাইফুল ইসলাম একাডেমি ২২ রানে আমিলাইষ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সাইফুল ইসলাম একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭৮ রান সংগ্রহ করে। জবাবে আমিলাইষ স্পোর্টিং ক্লাব সবগুলো ইউকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্টান বিশিষ্ট পেশাজীবি নেতা প্রকৌশলী রাফিজ বিন মনজুরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা জসিম উদ্দিন। উদ্ভোধক ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন রিয়াজ, মৌলানা নাসির উদ্দিন, আবসার সওদাগর, ইউসুফ আলী, মামুন তালুকদার প্রমূখ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী রাফিজ বিন মনজুর বলেন, ক্রিড়া চর্চার ব্যাপকতা আমাদের প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দিতে হবে। সুষ্ট বিনোদন ও শরীরচর্চার মাধ্যমেই কেবল মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পারভেজ, মোরশেদ, রিদোয়ান, আশেক, মারুফ, হাবিব, তৌহিদ প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।