শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দক্ষিণ রহমতপুর ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

সাকিব আলম মামুন,লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃরাঙামাটির লংগদু উপজেলার দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ রহমতপুর মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ পুলিশ সদস্য মোঃ আলমগীর হোসেনের সহযোগিতায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাওলানা মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় সভাপতিত্বে করেন জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফোরকান আহমেদ।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রফিকুন্নেছা রুজি, রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, লংগদু প্রেস ক্লাব সভাপতি ওমর ফারুক মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ১৮০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।