আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
আবদুল হাকিম রানা : পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা বিস্তার রোধকল্পে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে মত বিনিময় সভা গতকাল বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল। বক্তব্য রাখেন প্যানেল মেয়র -৩ ও মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর নাহার জালাল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমূখ।সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বপ্রথম শিক্ষার্থীদের কে সব মাধ্যমে জ্ঞান আহরনের মাধ্যমে উপযোগী করে তুলতে সকলকে ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের চারটি মৌলিক স্তম্ভ। এক, স্মার্ট সিটিজেন। প্রতিটি নাগরিক (সিটিজেন) প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ এবং উপযোগী। দুই, স্মার্ট ইকোনমি । আমাদের অর্থনীতির সব লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তি নির্ভর। তিন, স্মার্ট গভর্নমেন্ট। সরকারি সব সুযোগ সুবিধা ও কর্মকাণ্ড হবে প্রযুক্তির নির্ভর, প্রযুক্তির ব্যবহার হবে সর্বত্র। এবং সবশেষ স্মার্ট সোসাইটি। আমাদের পুরো সমাজটাই হবে প্রযুক্তি বান্ধব।সেই বিষয়ে সবাইকে সজাগ করতে হবে।তিনি কিছুদিন পূর্বে পটিয়া পৌরসভার একজন ছাত্রী প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে যে অসাধারণ বক্তব্য দিয়েছেন তা পটিয়াবাসীকে গর্বিত করেছেন বলে তথ্য দিয়ে বলেন সব শিক্ষার্থীকে সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে।তিনি ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগের পরে স্মার্ট বাংলাদেশের সুফল পেতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।