আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
চন্দনাইশ প্রতিনিধিঃশত শত দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড হাছনদন্ডী বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর স্মৃতি সংসদ আয়োজিত ২য় বারের মতো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।২০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় বাদামতল মাঠেএ অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন দেওয়ান হাট ফুটবল টিম বনাম বৈলতলী ফুটবল একাদশ। খেলায় বিজয়ী হয় বৈলতলী ফুটবল একাদশ ।বিশিষ্ট সমাজসেবক এস এম পহর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদুর রহমান। উদ্ভোধক ছিলেন প্রবাসী আবদুর রশিদ।এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক শেখ বারেক, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা রুবেল, মাষ্টার শহিদুল্লাহ, সেনাবাহিনীর সদস্য মানুনুর রশিদ, দোহাজারী পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন খান ভুট্টো, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন রুবেল, প্রবাসী আওয়ামী নেতা দেলোয়ার হোসেন, মহানগর ছাত্র লীগ নেতা সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখসহ ক্রীড়ামোদী দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন জুলফিকার আলি ভুট্টো। রেফারির দায়িত্ব পালন করেন জাকির হোসেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন করা হয় প্রতি বছর।