আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এরশাদ আলম, সাতকানিয়া থেকে,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় অবৈধভাবে ডলুখালের পাড় কাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় দক্ষিণ গারাঙ্গিয়া সওদাগর পাড়া মহল্লা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আইয়ুব আলী, ওসমান গণি, আবু সমা, মো. আরিফ ও হেলাল উদ্দিন। এতে এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারী একটি কুচক্রীমহল দীর্ঘদিন যাবত ডলু খালের পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে খাল পাড়ের লোকজন আতংকের মধ্যে রয়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে তলিয়ে যেতে পারে বহু বসতঘর ও ফসলী জমি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোন প্রতিকার পাননি। অবৈধভাবে খালের পাড় কাটা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা।