আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
লংগদুর বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছে লংগদু উপজেলা বিএনপি।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সহায়তা প্রদানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার।
এসময় জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাইট্টাপাড়া বাজার পরিদর্শন করেন।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার জানান, রাঙামাটি জেলা বিএনপির নির্দেশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে লংগদু উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ৩১জন ব্যবসায়ীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানান।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু নাছির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেব জ্যোতি চাকমা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী ও সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম। নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান সহ লংগদু উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা ছিলো ১০কেজি চাল, ২ কেজি আলু ও পেয়াজ এবং ১কেজি করে ডাল, চিনি, তেল, আঁটা ও লবণ।
উপকারভোগী একজন বলেন, আগুনে সর্বহারা হয়েছি। এই দূর্যোগের সময় পরিবারের সদস্যদের মুখে দু’বেলা দু মুঠো খাবার যোগানো অসম্ভব হয়ে পড়েছে। এমুহূর্তে খাদ্য সহায়তা পেয়ে আমি সন্তুষ্ট। তবে প্রশাসন সহ সমাজের বিত্তবান ও নেতৃবৃন্দের উচিৎ ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানো।
সহায়তা প্রদানের সঞ্চালনায় ছিলেন লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
প্রসঙ্গ, গত শনিবার বিকেলে বাইট্টাপাড়া বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।