আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল, টেকনাফ:
টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শেফা মেডিকেল হল নামক ফার্মেসি’র মালিক পল্লী চিকিৎসক অমর দাস (৬৮) নিজ দোকানে রাতে সুস্থ শরীরে ঘুমিয়ে সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দোকানের তালা ভেঙে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
পল্লী চিকিৎসক অমর দাসের গ্রামের বাড়ি সাতকানিয়া নলুয়া গ্রামে, তার কর্মজীবনের (৩৫) বছর ধরে শামলাপুর বাজারে ফার্মেসির দোকান করেছিলেন।
স্থানীয়রা জানান, দিবাগত রাতে পল্লী চিকিৎসক অমর দাস নিত্যদিনের ন্যায় ফার্মেসিতে বেচাকেনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে, দুপুর নাগাদ দোকান বন্ধ থাকায়, পরে পুলিশের সহযোগিতায় তালা ভেঙে প্রবেশ করে দেখেন চেয়ারে বসা অবস্থায় পল্লী চিকিৎসক অমরের মৃত্যু হয়েছে।
তবে, তার আগে পাশের দোকানের লোকজন অনেক চেষ্টা করেন দোকান খুলতে, দোকানের ভেতরে তালাবদ্ধ থাকায় খোলা সম্ভব হয়নি, পরে স্থানীয়রা বাহারছড়া তদন্ত কেন্দ্রে যোগাযোগ করে ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে এস’আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে এই লাশ উদ্ধার করেন।
এদিকে তার একমাত্র ছেলে অমিত দাস জানান, আমার বাবা সুস্থ একজন মানুষ যদি ও ছোটখাটো রোগ ছিল, তবে গতকাল রাতে ও আমাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে কোন ধরনের অসুস্থতার কাথা জানাইনি।
অন্যদিকে তার ভগ্নিপতি রাজিব বলেন, আমার বোনের জামাই সুস্থ একজন মানুষ সেই রাতে ও পরিবারের সঙ্গে কথা বলেছে, তার মৃত্যুতে কারো ষড়যন্ত্র বা কারো দোষ দেওয়াটা ভুল হবে এটি তার স্বাভাবিক মৃত্যু।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বলেন, রাতে সুস্থ শরীরে ঘুমিয়ে সকালে মৃত্যুর খবর শুনে আমরা এসে দোকানের তালা ভেঙে লাশ উদ্ধার করি, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় এই কর্মকর্তা।