আজ ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
“খেলাধুলায় অংশ গ্রহণ করি, মাদক মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া.এ.সি এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশীদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিন, সাবেক সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির কো অপ্ট সদস্য নুরুল আলম কোম্পানী, অভিভাবক সদস্য নুরুল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আয়ুব আলী,ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ কাউছার, সদস্য এহসান, সাবেক শিক্ষক ও রাজনীতিবিদ এস এম জাব্বার ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ গোলাম রসুল ও ক্রীড়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ হোছাইন।