আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করার অপরাধে ৫ ব্যাক্তিকে ২লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
তিনি জানান, উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ২নং ওয়ার্ডে এবং বড়হাতিয়া ৪নং ওয়ার্ডের হাদুর পাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল ধ্বংস করে মাটি কাটছিল একটি মহল।
স্থানীয়দের অভিযোগে অভিযান পরিচালনা করে কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে ১ লক্ষ ৫০হাজার টাকা,একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফরিদুল আলমকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাল হোসেনকে ৫০হাজার টাকা এবং ২টি ডাম্প ট্রাক চালককে ৮ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সত্যজিতসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।