রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিশ্বকে জানান দিয়ে টাইগারদের শুভ সুচনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০১৯

স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তার পর বোলারদের নৈপুণ্যে আত্মবিশ্বাস জাগানিয়া জয় পায় টাইগাররা। জয়ের পর ম্যাচসেরা সাকিব বললেন, শুরুটা এরচেয়ে ভালো হতে পারতো না।

রোববার লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে আটকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।

বাংলাদেশের জয়ে সামনে থেকে ব্যাটে-বলে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ৮৪ বলে ৭৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পথে তৃতীয় উইকেটে মুশফিককে নিয়ে ১৪২ রানের রেকর্ড জুটি গড়েছেন। বিশ্বকাপে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সাকিব বললেন, ‘এটি আমাদের শীর্ষ জয়গুলোর একটি। এটি আমার চতুর্থ বিশ্বকাপ এবং আমরা টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে চাই। শুরুটা এরচেয়ে ভালো হতে পারতো না। আমরা যে বিশ্বাস নিয়ে ইংল্যান্ডে এসেছি, সেটির জন্য এমন শুরুর দরকার ছিল।’

দুর্দান্ত জয়ে সবাই আনন্দিত হলেও এখনো অনেকদূর যেতে হবে। সেটাও মনে করিয়ে দিলেন সাকিব, ‘ড্রেসিংরুমের সবাই আনন্দিত। তবে তারা জানে আমাদের কাজ মাত্র শুরু।’

মুশফিকের সঙ্গে রেকর্ড জুটি নিয়ে কোনো ধারণা ছিল না জানিয়ে সাকিব বলেন, ‘মুশফিকের সঙ্গে পার্টনারশিপ যে রেকর্ড হয়েছে সেটি জানতাম না। আমরা একসঙ্গে ইনিংস মেরামতের কাজ করেছি। এটি ঠিকঠাক কাজ করেছে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ঝরেছে টাইগার অলরাউন্ডারের কণ্ঠে, ‘আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সেরা খেলাটাই উপহার দিতে হবে। কেননা, আইিসিসির আসরে তারা বরাবরই ভালো খেলে।’