রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ২ ফার্মেসীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারার উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরীর বাজারে ২ ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।আজ বিকাল মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এ সময় ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্য রাখার অপরাধে আব্দুল মালেক ও নেজাম উদ্দীন নামক ২ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মামলায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোর্ত্তীর্ণ ওষধ বিক্রির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি নামের আগে ভুয়া ডিগ্রি লাগিয়ে রোগীদের দৃষ্টি আকর্ষণ করে ভুল চিকিৎসা প্রদান করে তবে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।