শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

মহিউদ্দীন চৌধুরীঃ পটিয়ার ঐতিহ্যবাহী ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে দুই দিন ব্যাপি আন্ত.বিদ্যালয় ও বার্ষিক ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রধান শিক্ষক কে এম আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওছমান আলমদার,বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য উওম বৈদ্য,মুজিবুর রহমান,ইউপি সদস্য ইকবাল হোসেন ও ছেনোয়ারা বেগম। ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালী দও,চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র দে সহ সকল শিক্ষক শিক্ষিকা। ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবদুল গনি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইউনিয়নের ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন,ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত শিক্ষার্থী তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে।