বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। (১০ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি মিঠার দোকান মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. মজিফুল (৩৫) সে ট্রাকের হেলপার বলে জানা গেছে। তিনি ভোলা জেলার চরফ্যাশনের বাসিন্দা। আহতরা হলেন, আবদুল মান্নান (৩৫), মো. সোলাইমান (৩০), মো. রবিউল (২৭) মো. মামুন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উল্লেখিত এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী শাহ আলী পরিবহণের একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। এবং আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান। নিহত ট্রাক হেলপারের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।