আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নুরুল আমিন, চট্টগ্রাম প্রতিনিধি:
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ছদাহা কাজীর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুনার্মেন্ট ২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। ১০ই ফেব্রুয়ারি বিকালে ছদাহা এ জলিল ও এম রহমান ইবতেদায়ী মাদ্রাসা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী, ৭নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ আজহার উদ্দিন, ছাত্রলীগ নেতা মোর্শেদুল ইসলাম সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন করা হয় প্রতি বছর। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
উক্ত খেলায় ছদাহা মুহুরী পাড়া বনাম কেওঁচিয়া খন্দকার পাড়া ম্যাচ অনুষ্ঠিত হয়, এবং ছদাহা মুহুরী পাড়া বিজয়ী লাভ করেন।