আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আবদুল হাকিম রানা : চট্রগ্রামের পটিয়ায় ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ২০২৩ইং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এর উদ্যোগে “Building Scientists for Bangladesh – গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ” কার্যক্রমের অংশ হিসেবে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্প এবং বিজ্ঞান আলোচনা সভা সম্পন্ন হয়েছে । এই প্রোগ্রামটির লক্ষ্য হল তরুণ শিক্ষার্থীদের দেখানো যে বিজ্ঞানীরা তাদের মতই দেখতে, যাতে তাদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (STEM) প্রতি কমতে থাকা আগ্রহকে পুনরুজ্জীবিত করে । বিজ্ঞান ক্যাম্প শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের উদ্ভাবনী এবং সহযোগিতামূলক দিকগুলো বুঝতে সাহায্য করে। বিজ্ঞান আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুসারে বিখ্যাত বিজ্ঞানী ড. সেঁজুতি সাহাকে বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার এবং তাঁর সাথে মতবিনিময় করার সুযোগ পান। এতে বিখ্যাত বিজ্ঞানী সেজুতি সাহা বলেন এ কার্যক্রম বিজ্ঞানের
অজানাকে জানা তথা জানার আগ্রহকে পুনরুজ্জীবিত করে থাকে।
CHRF এর লক্ষ্য হল গবেষণা ও প্রচারের মাধ্যমে যথাযথ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পথকে সুগম করা, যাতে বাংলাদেশ এবং সারা বিশ্বে শিশু স্বাস্থ্যের উন্নতি করা এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী গড়ে তোলা সম্ভবপর হয়। CHRF শিশুমৃত্যুর হার কমাতে যে ভূমিকা রেখে যাচ্ছে তার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছে, যার মধ্যে WHO, UNESCO, Bill and Melinda Gates Foundation, American Society of Microbiology থেকে পাওয়া সম্মাননা এবং একুশে পদক (বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা) অন্যতম।
বিজ্ঞান ক্যাম্প ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক বক্তব্য রাখেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার অধ্যক্ষ আবু তৈয়ব উপস্থিত ছিলেন CHRF এর অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রোগ্রাম রিসার্চ ম্যানেজার-ডা: সুলতানা আফলাতুন ; রিসার্চ কো-অর্ডিনেশন কনসালটেন্ট -কিঙ্কর ঘোষ ; অফিস এক্সিকিউটিভ- মনিমুল হাসান খান; রিসার্চ ম্যানেজার-মোঃ সাকিউল কবির ; মাইক্রোবায়োলজিস্ট এন্ড সায়েন্স কমিউনিকেটর- নাজিফা তাবাসসুম ; সিনিয়র ট্রেনিং অফিসার- আদিত্য আরেফিন; এবং মলিকুলার বায়োলজিস্ট এন্ড সায়েন্স কমিউনিকেটর- জাসিয়া মুমতাহিনা হাফছা ।