শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়ায় তরুণ মেলার কৃতি শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে হাতে কলমে প্রশিক্ষিত করতে হবে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে তরুণ মেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা,
কৃতি শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে কাজীর হাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
এতে বিভিন্ন স্কুল থেকে এস এস সি পরীক্ষায় A+ প্রাপ্ত প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান এবং গুনিজনদের সংবর্ধনা দেওয়া হয়।
তরুন মেলা দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে এ অঞ্চলে আত্ম সামাজিক ও সাংস্কৃতিক,এবং
ক্রীড়ার উন্নয়নে কাজ করে আসছে। তরুণ মেলা সভাপতি এস এম ইকবালের সভাপতিত্বে
কাজী শফিউল আজমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খলিল মীর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস এম মিছবাউর রহমান , সংবর্ধিত অতিথি ছিলেন জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নছরুল্লাহ খান রাশেদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নজির আহমদ ফাউন্ডেশন উপদেষ্টা কাজী মোরশেদ পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা ইউপি সদস্য , লুৎফর রহমান লুতু , মো: মোরশেদ, শফিউল আলম টিপু, এস এম নওশাদ, সৈয়দ মাহমুদুর রহমান, প্রমুখ। এতে বক্তরা বলেন বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকার কাজ করছে।যা বাস্তবায়ন করতে হলে তরুণ প্রজন্মকে হাতে কলমে প্রশিক্ষিত করতে হবে। তারা তরুণ মেলার সেবা মূলক কাজের
ভূয়সী প্রশংসা করেন এবং তরুণ মেলার সফলতা কামনা করেন।