বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঁন মোহাম্মদ সিকদার পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমাণিক ২ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ঠ ইউপি সদস্য আবদুস ছফুর।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল যথাক্রমে রফিক আহমদ, জিয়াবুল হক, আবদুল মজিদ, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল আলম, নুরুল ইসলাম, নুরুল আজিম, মোহাম্মদ আইয়ুব ও মিজবাহ। অগ্নিকান্ডে সর্বমোট ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শক সার্কিটের গোলযোগের কারণে জিয়াবুল হকের বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার পরপরই প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।