বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

অটোরিকশা স্টেশন না থাকায় যানজট, ভোগান্তি ভারী যানবাহন ও সাধারণ জনগণের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
দীঘিনালা বোয়ালখালী বাজার অটোরিকশা স্টেশন নেই তাই প্রতি সপ্তাহিক বাজারে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের। দেখা যায় প্রায় ১০ হাজার অটোরিকশা চলাচল করে বোয়ালখালী বাজার থেকে মেরুং বাজার, বেতছড়ি বাজার, দীঘিনালা উপজেলা বাজার, বাবুছড়া বাজার জামতলা বাজার এবং কবাখালী বাজার পর্যন্ত চলাচল হয় অটোটমটম।

বোয়ালখালী বাজার এসে স্টেশন না থাকায় অটোরিকশা টমটম গুলো রাস্তার পাশে স্টপেজ হয় আর তাতে যানজট দেখা দেয়। ভারী যানবাহন লংগদু সড়ক মেরুং থেকে বোয়ালখালী বাজার এসে পড়ে যায় বিশাল যানজটে আর পোহাতে হয় ভোগান্তি নষ্ট হয় সময়।

বোয়ালখালী প্রতি সপ্তাহিক বাজারের দিন পড়তে হয় আরো বেশি বিপাকে, সাধারণ মানুষের বক্তব্য নিলে তারা জানান, বাজারের দিনে আমরা হাঁটাচলা করতে পারিনা অটোরিকশা টমটম এবং রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলোর জন্যে, তাই আমাদের সময় নস্ট এবং বাজার করতে অসুবিধা হয় সময় মতো বাড়ি পোঁছানো যায় না। তবে আমরা অনেক সময় এবং চলাচল সুবিধা, বাজারের শৃঙ্খলা আনতে পারব যদি অটোরিকশা টমটম স্টেশন এবং ফুটপাতের দোকানগুলোর শৃঙ্খলায় আনা হয়।